দিমিত্রভ দু’সেট হেরেও উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সিনার,কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত
লন্ডন, ৮ জুলাই (হি.স.) : সোমবার এ বারের উইম্বলডনে সবচেয়ে বড় অঘটনটি ঘটতে যাচ্ছিল। শেষ পর্যন্ত অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্বের এক নম্বর ও এবারের শীর্ষ বাছাই সিনার। সোমবার নয় নম্বর বাছাই গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে সিনার প্রথম দু’টি সেটে ৩-৬, ৫-৭ গেমে
দিমিত্রভ দু’সেট হেরেও উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সিনার,কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত


লন্ডন, ৮ জুলাই (হি.স.) : সোমবার এ বারের উইম্বলডনে সবচেয়ে বড় অঘটনটি ঘটতে যাচ্ছিল। শেষ পর্যন্ত অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্বের এক নম্বর ও এবারের শীর্ষ বাছাই সিনার। সোমবার নয় নম্বর বাছাই গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে সিনার প্রথম দু’টি সেটে ৩-৬, ৫-৭ গেমে হেরে গিয়েছিলেন। তৃতীয় সেটে ২-২ অবস্থায় থাকার সময় চোটের জন্য কোর্ট ছেড়ে চলে যান দিমিত্রভ। না হলে তিনি ১০ বছর পর উইম্বলডনের কোয়ার্টারে যেতে পারতেন। সিনার প্রি কোয়াটার ফাইনালে জিতলেও তিনিও কনুইয়ের চোটে ভুগছেন। বুধবারের কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা এখন অনিশ্চিতার মুখে।

সিনার বুধবার কোয়ার্টার ফাইনালে বেন শেল্টনের মুখোমুখি হবেন। লরেঞ্জো সোনেগোকে হারিয়ে শেল্টন শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করেছেন। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিনার জানিয়েছেন, এটাকে জয় হিসেবে নেব না। আশা করছি দ্রুত সেরে উঠব। কোয়ার্টার ফাইনালে ভালো খেলব। জিতেছি, এটা ভাবতে ভাল লাগছে না।সেই সঙ্গে তিনি দিমিএভের আরগ্য কামনা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande