কলকাতা, ৮ জুলাই (হি.স.): বিভিন্ন জল্পনার মাঝেই মঙ্গলবার সল্ট লেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীকবাবু দলে রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েই বুঝিয়ে দিয়েছিলেন, বিজেপিতে আদিদের গুরুত্ব বাড়বে। স্বাভাবিকভাবেই ‘ব্রাত্য’ দিলীপবাবুকে নিয়ে তাঁর অবস্থান কী হবে, তা নিয়ে চর্চা চলছে সবমহলে। এই পরিস্থিতিতে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যেতে পারে, তা নির্ধারণের ভার রয়েছে ওই দুই নেতার হাতেই।
শোনা যাচ্ছে, তাতে সাড়া দিয়ে এদিন একবছর পর সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে যাবেন দিলীপবাবু। কিন্তু প্রশ্ন, এই বৈঠকে কি গলবে বরফ? ফের বিজেপির মূলস্রোতে ফিরবেন দিলীপবাবু? উত্তরের অপেক্ষায় সবমহল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত