কলকাতা, ৮ জুলাই (হি.স.): রাতভর একটানা বৃষ্টিতে আবারও জলমগ্ন হয়ে পড়ল মহানগরী কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন প্রান্তে রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যা শহরবাসী। একটানা বৃষ্টিতে ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা-সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল জমেছে।
প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ-সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। তবে যেহেতু অনেক ক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাই জল নামতে দেরি হবে বলে পুরসভা সূত্রের খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ