আগরতলা, ৮ জুলাই (হি.স.) : ডাকাতির ঘটনা আগরতলার চন্দ্রপুর ইছামোয়া এলাকায়। একাকিত্বের সুযোগ নিয়ে গৃহবধূকে ছুরিকাহত করে ঘরে লুটপাট চালায় ডাকাতরা। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তদন্তে করছে পুলিশ।
আগরতলার চন্দ্রপুর ইছামোয়া এলাকার বাসিন্দা মলিনা ঘোষ জানান, সোমবার রাতে প্রতিদিনের মত তিনি এবং তাঁর স্বামী বাড়ির অপর একটি ঘরে ঘুমাতে যান। বাড়ির নতুন ঘরে তাঁর পুত্রবধূ একা ঘুমিয়েছিলেন। মলিনা ঘোষের দুই ছেলে খার্চি মেলায় বেড়াতে গিয়েছিল। তাদের বাড়িতে আসতে দেরি হবে জেনে পুত্রবধূ ঘুমিয়ে পড়েন।
এদিকে রাত প্রায় একটা নাগাদ দরজায় আওয়াজ হলে তাঁর পুত্রবধূ ভাবেন, যে স্বামী এসেছে। এই ভেবে দরজা খুলতেই মুখ বাঁধা অবস্থায় দুই ডাকাত ঘরে প্রবেশ করে গৃহবধূকে বলে ঘরে যা আছে সব বের করে দিতে। তাদের হাতে ধারালো ছুরি ছিল। সেই ছুরি দিয়েই গৃহবধুর দুই হাতে আঘাত করে ডাকাতরা।
মলিনা ঘোষ জানিয়েছেন, তাঁরা কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলেন, তাই তাঁদের সব স্বর্ণালঙ্কার গৃহবধূর বাপের বাড়িতে ছিল। বাড়িতে তেমন কিছু ছিল না। তাই ডাকাতরা ঘরে প্রবেশ করে সব আলমারি লণ্ডভণ্ড করলেও তেমন কিছু নিতে পারেনি। ঘরের আলমারিতে ছোট ছোট কিছু স্বর্ণলঙ্কার ছিল সেগুলি নিয়েই ১০ মিনিটের মধ্যে চম্পট দেয়।
ঘটনার বিবরণ দিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শহরতলী এলাকায় এই ধরনের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ