বৃহস্পতিবার সারনাথে আষাঢ় পূর্ণিমা- ধম্মচক্কপবত্তনা দিবস উদযাপন করবে আইবিসি
নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): সংস্কৃতি মন্ত্রকের অধীন আন্তর্জাতিক বৌদ্ধ সংঘ (আইবিসি) মহাবোধি সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে আষাঢ় পূর্ণিমা-ধম্মচক্কপবত্তনা দিবস উদযাপন করবে। সারনাথে মুলগন্ধা কুটি বিহারে বৃহস্পতিবার এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হবে। এই
বৃহস্পতিবার সারনাথে আষাঢ় পূর্ণিমা- ধম্মচক্কপবত্তনা দিবস উদযাপন করবে আইবিসি


নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): সংস্কৃতি মন্ত্রকের অধীন আন্তর্জাতিক বৌদ্ধ সংঘ (আইবিসি) মহাবোধি সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে আষাঢ় পূর্ণিমা-ধম্মচক্কপবত্তনা দিবস উদযাপন করবে। সারনাথে মুলগন্ধা কুটি বিহারে বৃহস্পতিবার এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হবে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, আষাঢ় পূর্ণিমা প্রথম ধম্মচক্র প্রবর্তন হিসেবে সূচিত হয়। এই দিনে ভগবান বুদ্ধ সারনাথের ডিয়ার পার্কে তাঁর বিশ্বস্ত পঞ্চ তপস্বীর কাছে প্রথম ধর্মীয় বাণী শুনিয়েছিলেন। এই পবিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষা বাস সূচিত হয়। সারা বিশ্বে বৌদ্ধ সন্ন্যাসী ও প্রব্রাজিকারা এই দিনটি পালন করেন।

ওই দিন সন্ধ্যায় সঙ্ঘ সম্প্রদায় দ্বারা ঐতিহাসিক ধাম্মিক স্তুপে পবিত্র পরিক্রমা, মন্ত্রপাঠ অনুষ্ঠিত হবে। এরপর, বিশিষ্ট বৌদ্ধ সাধু, পন্ডিত এবং অভ্যাগতরা মঙ্গলাচরণ করবেন।

এই সারনাথেই ভগবান বুদ্ধ চারটি পরম সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, যা বৌদ্ধ ধর্মের ভিত্তি রচনা করে। বৌদ্ধধর্মাশ্রিত দেশগুলিতে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande