তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দুই অভিযুক্তের জামিন নিয়ে প্রশ্ন বিচারকের
কলকাতা, ৯ জুলাই (হি.স.): গত বছর ৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় নাম জড়ায় আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। ওই মামলায় দুজনেই জাম
তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দুই অভিযুক্তের জামিন নিয়ে প্রশ্ন বিচারকের


কলকাতা, ৯ জুলাই (হি.স.): গত বছর ৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় নাম জড়ায় আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। ওই মামলায় দুজনেই জামিন পেয়ে যান। বুধবার সেই জামিন নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

আর জি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার ওই হাসপাতালের ঘটনাস্থল পরিদর্শন করার আবেদন প্রসঙ্গে শিয়ালদা আদালতের বিচারক এ দিন বলেন, “সিবিআইয়ের অবস্থা শোচনীয়। তাহলে কি মনে হচ্ছে, সিবিআই তদন্ত ঠিক ভাবে করেনি! তাদের ফরেন্সিক বিশেষজ্ঞরা কী করলেন?''

বিচারক বলেন, ''তাহলে তথ‍্য প্রমাণ লোপাটের তদন্ত কীভাবে করল সিবিআই! এই কারণেই কি দুজনের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না? এই জন্যই কি জামিন পেয়ে গেলেন দুজন!''

বিচারকের মন্তব্য, সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা কোনও কাজ করেননি? ভাবতে অবাক লাগছে, সিবিআই চার্জশিট জমা দেওয়ার সময় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিছু উল্লেখ করেনি। তার ফলে জামিনে মুক্তি পেয়ে গিয়েছে তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande