সাত দিনব্যাপী খার্চি উৎসবের সমাপ্তি
আগরতলা, ৯ জুলাই (হি.স.) : সাত দিনব্যাপী খার্চি উৎসবের সমাপ্তি হয়েছে বুধবার রাতে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক দীপক মজুমদার, পুরাতন আগরতলা পঞ্চায়
খার্চি মেলার সমাপ্তি


আগরতলা, ৯ জুলাই (হি.স.) : সাত দিনব্যাপী খার্চি উৎসবের সমাপ্তি হয়েছে বুধবার রাতে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক দীপক মজুমদার, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণারাণী দাস, পুরাতন আগরতলার বিডিও শান্তনু দত্ত, সমাজসেবী রাজেশ ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, খার্চি উৎসব উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম একটি বড় উৎসব ও মেলা। খার্চি উৎসব রাজ্যবাসীর জন্য একটি গর্বের বিষয়। খার্চি উৎসবে রাজ্যের জাতি-জনজাতি অংশের মানুষের মিলন ঘটে। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার আত্মনির্ভর এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে বলেই এ ধরণের মেলা ও উৎসব সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে খার্চি পুজা উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের অনুষ্ঠান মঞ্চে পুরস্কৃত করা হয়। এছাড়াও খার্চি মেলায় প্রদর্শিত বিভিন্ন সরকারি স্টলের প্রতিনিধিদের খার্চি মেলা ও উৎসব কমিটির পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande