শিলচর (অসম), ৯ জুলাই (হি.স.) : অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তী ভাইরেংটি–লায়লাপুর এলাকায় কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার (সিআইজেডব্লিউ) স্কুল-এর প্রস্তাবিত সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের বিষয়ে যৌথ উদ্যোগ নিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিজোরামের কোলাশিব এবং অসমের কাছাড় জেলার রাজস্ব ও বন দফতরের আধিকারিকবৃন্দ গুয়াহাটিতে অবস্থিত ডিফেন্স এস্টেট অফিস এবং সিআইজেডব্লিউ স্কুলের প্রতিনিধিদের সাথে ভাইরেংটি সিআইজেডব্লিউ স্কুল চত্বরে অনুষ্ঠিত বৈঠকে মিলিত হয়েছেন।
কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক দিগনির্দেশনা প্রদান করেছেন। তিনি দুই রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের ওপর জোর দিয়ে বলেন, ‘আজকের আলোচনা সহযোগিতা ও যৌথ দায়িত্ববোধের প্রতিফলন। আমরা আশাবাদী, যৌথ সমীক্ষা ও চিহ্নিতকরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং অসম ও মিজোরামের মধ্যে কৌশলগত গুরুত্বসম্পন্ন এই প্রকল্পে কার্যকর সহযোগিতার এক দৃষ্টান্ত স্থাপন করবে।’
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্থানীয় জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া মেনে যৌথভাবে প্রয়োজনীয় জমি চিহ্নিত ও সমীক্ষা করা হবে। এই যৌথ উদ্যোগকে দুই রাজ্যের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে একটি আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস