বিলোনিয়া ও শান্তিরবাজারের এসডিএম'র হাতে বোট তুলে দিলেন সমবায় মন্ত্রী
শান্তিরবাজার (ত্রিপুরা), ৯ জুলাই (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিপর্যয় মোকাবিলায় ব্যাবহার করার জন্য ২টি বোট বি
বুট প্রদান


শান্তিরবাজার (ত্রিপুরা), ৯ জুলাই (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিপর্যয় মোকাবিলায় ব্যাবহার করার জন্য ২টি বোট বিলোনিয়া এবং শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসকের হাতে তুলে দেন।বোটগুলি এসডিআরএফ তহবিল থেকে কেনা হয়েছে।

সংক্ষিপ্ত অনুষ্ঠানে সমবায় মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার সবসময় প্রস্তুত রয়েছে। তিনি জানান, বন্যা প্রবণ এলাকায় ব্যবহারের জন্য আরও বোট রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

জেলা শাসক জানান, দক্ষিণ ত্রিপুরা জেলায় বন্যা ও ভূমি ধস মোকাবিলায় ৮টি জায়গায় বিপর্যয় মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয় বুধবার। মহড়ায় পুলিশ, টিএসআর, বিএসএফ, অগ্নি নির্বাপক দপ্তর সহ আপদামিত্র, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ও বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা অংশ নেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande