গণ্ডাছড়া (ত্রিপুরা), ৯ জুলাই (হি.স.) : কয়েকদিনের টানা বর্ষণে গোটা রাজ্যেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগাতর বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন রাস্তাঘাট মাটির ধস, গাছ পড়ে বন্ধ হয়ে পড়েছে।কয়েকদিনের বৃষ্টিপাতে বুধবার ধলাই জেলার গণ্ডাছড়া থেকে অমরপুর যাওয়ার সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।
জানা গিয়েছে, লাগতর বৃষ্টিতে মঙ্গলবার রাতের কোন এক সময়ে গণ্ডাছড়া -অমরপুর সড়কের বাবুসাই এলাকার কয়েকটি স্থানে মূল সড়কের উপর মাটির ধস এবং বড় আকারের গাছ ভেঙে পড়ে। এতে বুধবার সকাল থেকেই গণ্ডাছড়া -অমরপুর সড়কে ছোট বড় যান চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন যান চালকরা পরিবহণ ব্যবসায় ক্ষতির মুখে অপরদিকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। প্রশাসনের তরফ থেকে রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das