ভুবনেশ্বর , ৯ জুলাই (হি.স.): ওড়িশার ঢেঙ্কানালের গোন্ডিয়া ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসের এস্টাবলিশমেন্ট সেকশনের প্রাক্তন আধিকারিক ভাগীরথী সাহুকে বুধবার ঘুষ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এদিন মাননীয় বিচারক ওড়িশা ভিজিল্যান্স ভাগীরথী সাহুকে ১৯৮৮ এর ধারা ১৩(২) এবং ১৩(১)(ঘ) এবং ধারা ৭ এর অধীনে চার্জশিট দিয়েছে। মূলত পেনশনারি সুবিধার কাগজপত্র প্রক্রিয়াকরণের বিনিময়ে গোন্ডিয়া ব্লকের একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছ থেকে ঘুষ গ্রহণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালত সাহুকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা ধার্য করেছে। দোষী সাব্যস্ত হওয়ার পর, ওড়িশা ভিজিল্যান্স পরিষেবা বিধি এবং আইনি বিধান অনুসারে সাহুর পেনশন সুবিধা বন্ধের জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করার উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক