যাদবপুরে কুশপুতুল এবং টায়ারে আগুন থেকে অগ্নিকাণ্ড, হাজরায় ১ মহিলা-সহ ধৃত ৮
কলকাতা, ৯ জুলাই (হি.স.): বুধবার শিল্প ধর্মঘটের সমর্থনে যাদবপুরে সিপিএমের মিছিলে আগুন ধরানো হয় কুশপুতুল এবং টায়ারে। তা থেকে অগ্নিকাণ্ড হয়। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে কুশপুতুল ও টায়ার জ্বালানোর সময় এই আগুন লাগে। রাস্তার ধারে দোকানে আগুন ছড়ায়। আশেপা
যাদবপুরে কুশপুতুল এবং টায়ারে আগুন থেকে অগ্নিকাণ্ড, হাজরায় ১ মহিলা-সহ ধৃত ৮


কলকাতা, ৯ জুলাই (হি.স.): বুধবার শিল্প ধর্মঘটের সমর্থনে যাদবপুরে সিপিএমের মিছিলে আগুন ধরানো হয় কুশপুতুল এবং টায়ারে। তা থেকে অগ্নিকাণ্ড হয়। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে কুশপুতুল ও টায়ার জ্বালানোর সময় এই আগুন লাগে। রাস্তার ধারে দোকানে আগুন ছড়ায়। আশেপাশের কেবলের তারেও আগুন লেগে যায়।

অন্যদিকে, লেডি ডাফরিন হাসপাতালের সামনে থেকে বৌবাজার পর্যন্ত কাঁসর ঘণ্টা বাজিয়ে সারা ভারত ব্যাপী শ্রমিক বনধের সমর্থনে আইএনটিইউসি সেবাদলের বনধ সফল করার কর্মসূচির ডাক দেওয়া হয় । মিছিলের নেতৃত্ব দেন সেবাদলের রাজ্য সভাপতি প্রমোদ পান্ডে।

ধর্মঘটের সমর্থনে এআইইউটিইউসি (লেনিন সরণী)-র অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল মৌলালি মোড় হয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। এই কর্মসূচিতে দলের রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন৷ আজ হাজরার মোড়ে এআইইউটিইউসি-র নেতৃত্বে ধর্মঘটের অপর এক মিছিলে এক মহিলা কর্মী-সহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande