কলকাতা, ৯ জুলাই (হি.স.): যে ভেন্যুতে (এজবাস্টনে) ভারতের রেকর্ড ছিল বিবর্ণ সেই ভেন্যুতেই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারাল গিলরা।
টেস্টে রানের হিসাবে দেশের বাইরে এবং ইংল্যান্ডের বিপক্ষে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। আর এজবাস্টনে ভারতের প্রথম জয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তাদের ২৫ বছর বয়সি ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল। দেশের বাইরে টেস্ট জেতা ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনি।
দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রান করার সুবাদে ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিরিজের প্রথম দুই টেস্ট থেকে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮৫ রান। কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের দখলে। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩০ সালের অ্যাশেজে পাঁচ টেস্টে ৯৭৪ রান করেছিলেন এই কিংবদন্তি।
সুতরাং ব্র্যাডম্যানের সেই রেকর্ড ভাঙতে চলতি সিরিজের বাকি তিন টেস্টে গিলকে করতে হবে আর ৩৯০ রান। যে ফর্মে ভারত অধিনায়ক রয়েছেন তাতে এই রান করা মনে হয় অসম্ভব কিছু নয়!
বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে তৃতীয় টেস্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি