গোল্ডম্যান স্যাক্সে ঋষি সুনক
লন্ডন, ৯ জুলাই (হি.স.): গোল্ডম্যান স্যাক্সে সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক। এ কথা জানিয়েছেন সংস্থার সিইও ডেভিড সলোমন। ২৫ বছর আগে এই সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছিলেন সুনক। ২০০৪ সাল পর্যন্ত সেখানেই অ্
গোল্ডম্যান স্যাক্সে ঋষি সুনক


লন্ডন, ৯ জুলাই (হি.স.): গোল্ডম্যান স্যাক্সে সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক। এ কথা জানিয়েছেন সংস্থার সিইও ডেভিড সলোমন। ২৫ বছর আগে এই সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছিলেন সুনক। ২০০৪ সাল পর্যন্ত সেখানেই অ্যানালিস্ট হিসেবে কাজ করেন তিনি। এরপর চাকরি ছেড়ে ২০১৫ সালে পাকাপাকিভাবে রাজনীতিতে মনোনিবেশ করেন সুনক। কোভিড পর্বে তিনি ছিলেন সে দেশের অর্থমন্ত্রী। ২০২২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রসের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০২৪ সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি। চব্বিশে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়। লেবার পার্টির জয়ের পর থেকেই লাইমলাইট থেকে কিছুটা দূরে চলে যান সুনক। চলতি বছরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুলে যোগ দেন সুনক। পাশাপাশি যোগ দেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউটেও। এবার গোল্ডম্যান স্যাক্সে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande