করাচি, ৯জুলাই (হি.স.): পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর আলিকে করাচির অভিজাত ডিফেন্স হাউজিং অথরিটির (ডিএইচএ) ফেজ ৬-এর একটি অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করল পুলিশ। মৃত্যুর প্রায় ৩ সপ্তাহ পর মঙ্গলবার, ৮ জুলাই বিকেলে পুলিশ দরজা ভেঙে প্রবেশ করে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মৃত্যু দু'সপ্তাহ আগেই হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
দীর্ঘদিন ভাড়া না মেটানোয় ও ফোনে কোনও সাড়া না মেলায় বাড়ির মালিক আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশেই গিজরি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে ৩টা নাগাদ কোনও সাড়া না পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢোকে এবং দুর্গন্ধে ভরা ঘর থেকে উদ্ধার হয় হুমায়রার দেহ।
দক্ষিণ অঞ্চলের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি ) সৈয়দ আসাদ রাজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ ছিল, এমনকি ব্যালকনির দরজাও। তাৎক্ষণিকভাবে কোনও অপরাধের স্পষ্ট চিহ্ন মেলেনি বলেই দাবি পুলিশের। তদন্তের স্বার্থে ক্রাইম সিন ইউনিট-এর ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে। এরপর হুমায়রার দেহ পাঠানো হয় জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারে (জেপিএমসি)।
পুলিশ সার্জন ড. সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, দেহের অবস্থা অত্যন্ত পচনধর্মী এবং মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ধারিত নয়। ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।সূত্রের খবর, হুমায়রা ওই ভাড়াবাড়িতে একাই থাকতেন এবং অনেক মাস ধরেই ভাড়া দেননি। পুলিশ এখন তাঁর মোবাইল ফোনের কল রেকর্ড ও ডেটা বিশ্লেষণ করে তাঁর পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা করছে।
প্রসঙ্গত, হুমায়রা আসগর ২০১৫-র সিনেমা 'জালাইবি'-তে অভিনয় করেন এবং রিয়েলিটি শো 'তামাশা ঘর'-এও অংশ নিয়েছিলেন। তাঁর ইনস্টাগ্রাম বায়োতে লেখা ছিল-অভিনেত্রী, মডেল, থিয়েটার আর্টিস্ট, চিত্রশিল্পী, ভাস্কর ও ফিটনেস অনুরাগী। প্ল্যাটফর্মে তাঁর ৭ লক্ষেরও বেশি অনুগামী ছিল। শেষ ইনস্টাগ্রাম পোস্টটি তিনি করেছিলেন ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং পরবর্তী আপডেট ফরেন্সিক রিপোর্ট আসার পরেই জানানো হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক