রেল অবরোধ হুগলিতে, সাময়িক বিঘ্নিত ট্রেন চলাচল
হুগলি, ৯ জুলাই (হি.স.): হুগলি স্টেশনে রেল অবরোধ করলেন বনধ সমর্থকরা। বুধবার সকালে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন বনধ সমর্থকেরা। ঝান্ডা হাতে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন তাঁরা। কিছু ক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে অবরোধ সরি
রেল অবরোধ হুগলিতে, সাময়িক বিঘ্নিত ট্রেন চলাচল


হুগলি, ৯ জুলাই (হি.স.): হুগলি স্টেশনে রেল অবরোধ করলেন বনধ সমর্থকরা। বুধবার সকালে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন বনধ সমর্থকেরা। ঝান্ডা হাতে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন তাঁরা। কিছু ক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়।

হুগলির জুটমিলগুলির ছবি অন্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন ছিল। ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল গেটে শ্রমিকেরা সকাল থেকে পিকেটিং শুরু করেন। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে ধর্মঘটে যোগ দিয়েছেন শ্রমিকেরা। জেলার অন্য জুটমিলগুলিতে হাজিরা কম শ্রমিকদের।

উল্লেখ্য, বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। এই ধর্মঘটের মূল কারণ হল, শ্রমিক সংগঠনগুলির নতুন শ্রম কোড বাতিলের দাবি, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ২৬,০০০ টাকা ন্যূনতম মাসিক বেতনের মতো বিষয়গুলি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande