গোন্ডিয়া, ৯জুলাই (হি.স.): মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার সাদাক অর্জুনী শহরের একটি চার চাকার গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে মারা যান ওই একই অঞ্চলের দুই বাসিন্দা। তবে অল্পের জন্য বেঁচে যান অন্য গাড়িতে থাকা দুজন আরোহী। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে ,মৃতদের নাম ওয়াসুদেব খেদকর এবং আনন্দরাও রাউত। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে ,গত চার দিন ধরে টানা ঝড় -বৃষ্টির কারণে গাছটি উপড়ে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক