প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ত্রিপুরায় মহড়া অনুষ্ঠিত
আগরতলা, ৯ জুলাই (হি.স.) : বুধবার ত্রিপুরার বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা অর্থাৎ ভূমিধস ও বন্যা মোকাবিলা বিষয়ক মেগা মহড়া অনুষ্ঠিত হল। এই মেগা মহড়ার রজ্যভিত্তিক অনুষ্ঠনটি হয় রাজধানী আগরতলায়। ২০২৪ সালের আগস্ট মাসের প্রাক
বিপর্যয় মোকাবিলা মহড়া


আগরতলা, ৯ জুলাই (হি.স.) : বুধবার ত্রিপুরার বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা অর্থাৎ ভূমিধস ও বন্যা মোকাবিলা বিষয়ক মেগা মহড়া অনুষ্ঠিত হল। এই মেগা মহড়ার রজ্যভিত্তিক অনুষ্ঠনটি হয় রাজধানী আগরতলায়।

২০২৪ সালের আগস্ট মাসের প্রাকৃতিক বিপর্যয়কে সামনে রেখে আয়োজিত এই মেগা মহড়ায় হাপানিয়া মেলা গ্রাউন্ডের মাল্টিপারপাস হলকে স্টেজিং এরিয়া রাখা হয়। এদিন সকাল সাড়ে সাতটা থেকে পশ্চিম জেলার ১৩ টি স্থানে একসাথে শুরু হয় মহড়া।এর মধ্যে ভূমিধসের মহড়া হয় মান্দাই ব্লকের ডন বসকো স্কুল প্রাঙ্গণে, বেহালা বাড়ি ব্লকের সতীশ ব্রিক ফিল্ডে এবং হেজামারা ব্লকের সুবল সিং এলাকায়।

বন্যা মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় পূর্ব নোয়াগাঁওয়ের বড়জলা বীণাপাণি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে, গামছা কোবরা ভিলেজে, রাঙাছড়া পঞ্চায়েতে, ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের লেক, আনন্দনগর বোট পার্ক, বিদ্যাসাগর লেক, এমবিবি কলেজ লেক এবং আইজিএম হাসপাতাল প্রাঙ্গণে।

এদিন এই মেগা মহড়া প্রসঙ্গে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান, সফলভাবে সম্পন্ন হয়েছে এই মক ড্রিল। রাজ্যের ১৭ টি সংস্থার প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক এই মহাড়ায় অংশ নিয়েছেন। মহড়ায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কাজে এই মেগা মহড়া দারুণ অভিজ্ঞতা প্রদান করবে।

পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, এই মেগা মহড়ায় এনডিআরএফ, এসডিআরএফ, আসাম রাইফেলস, ফায়ার সার্ভিস, বিএসএফ, সিআরপিএফ, ত্রিপুরা পুলিশ, এনসিসি, এনএসএস, আপদামিত্র, ওএনজিসি, টিএনজিসিএল, সিভিল ভলেন্টিয়ার্স, পিডাব্লিউডি, বিদ্যুৎ, পানীয় জল ও স্বাস্থ্য প্রভৃতি দফতরের কর্মীরা অংশগ্রহণ করেছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande