বিলোনিয়া (ত্রিপুরা), ৯ জুলাই (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় বন্যা পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্থিতিশীল। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হওয়ায় বিভিন্ন জায়গায় জমা জল অনেকটাই নেমেছে। একই সাথে মুহুরী নদীর জলস্তরও অনেকটা নিম্নমুখী রয়েছে। বুধবার সারাদিন হালকা বৃষ্টি থাকলেও সন্ধ্যা নাগাদ বৃষ্টি থেমেছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত এবং আগামীকাল বিলোনিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই লাল সতর্কতা জারি রয়েছে বিলোনিয়াতে।
বুধবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি। তিনি জানান, সাব্রুম মহকুমাতে তেমন কোন সমস্যা নেই। শান্তিরবাজার মহকুমায় ৪টি এবং বিলোনিয়া মহকুমায় ১২টি মিলিয়ে মোট দক্ষিণ জেলায় ১৬টি ত্রাণ শিবির চালু রয়েছে। যদিও পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণ জেলায় ১২৬টি অস্থায়ী শিবির প্রস্তুত রেখেছে দক্ষিণ জেলা প্রশাসন। বর্তমানে জেলার এই ১৬টি শিবিরে ২৪১টি পরিবারের ৮ শতাধিক মানুষ রয়েছেন। যেখানে শুধুমাত্র বিলোনিয়া মহকুমাতে ১২টি শিবিরে ২৩১ পরিবারের ৭৫৭ জন রয়েছেন। তার মধ্যে বেশিরভাগই অর্থাৎ ৯০ শতাংশের বেশি শহর এলাকায়।
জেলাশাসক আরও জানান, যেকোন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে জেলা প্রশাসন। বর্তমানে জেলা প্রশাসনের কাছে ১২টি বোট রয়েছে। দক্ষিণ জেলা বিপর্যয় মোকাবিলা দফতর সমস্ত ধরনের ব্যবস্থা তৈরি রেখেছে, যেখানে দুই শতাধিক সিভিল ভলেন্টিয়ার ছাড়াও বিভিন্ন স্তরের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। ইতিমধ্যে বুধবার রাতের জন্য পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ টিমকে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী বিলোনিয়ার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান জেলা শাসক।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das