সিকার, ৯ জুলাই (হি.স.) : রাজস্থানের সিকার জেলার পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের। ঘটনাটি ঘটেছে,বুধবার সকালে লক্ষ্মণগড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, লক্ষ্মণগড়ের বাসিন্দা মুরারীলাল শর্মা (৬০), স্ত্রী ঊষা শর্মা (৫৫) ও ছেলে নিখিল শর্মা (২২) একটি বাইকে করে যাওয়ার সময়ে একটি স্কুলের একটি বাস উল্টো দিক থেকে এসে তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে নিখিলের। গুরুতর জখম মুরারীলালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনিও পথেই মারা যান। স্ত্রী ঊষা শর্মাকে প্রাথমিক চিকিৎসার পরে সিকারের এস কে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলের বাস চালক পড়ুয়াদের রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়। রাস্তায় কাঁদতে থাকা পড়ুয়াদের স্থানীয় বাসিন্দারা সামলান এবং পুলিশ ও স্কুল কর্তৃপক্ষকে খবর দেন। পরে মৃতদের আত্মীয় ও স্থানীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভে বসেছেন। তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে, অভিযুক্ত বাসচালকের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠায় পুলিশ। পলাতক বাস চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য