কলকাতা, ৯ জুলাই (হি.স.): আসানসোল ডিভিশনে ০৯.০৭.২০২৫ এবং ১৩.০৭.২০২৫ তারিখে ৪ ঘন্টা ৩০ মিনিট (দুপুর ২টা থেকে ১৮:৩০ ঘন্টা পর্যন্ত) ট্রেন চলাচল বন্ধ থাকবে।
১৩৩৩২ পাটনা - ধনবাদ ইন্টারসিটি এক্সপ্রেস অতিক্রম করে যাওয়ার পর এই নিয়ন্ত্রণ হবে। এ কারণে ৬৩৫৪৬ জসিডিহ - অন্ডাল মেমু যাত্রীবাহী ট্রেন এই দু’দিন অর্থাৎ ০৯.০৭.২০২৫ এবং ১৩.০৭.২০২৫ তারিখে বাতিল থাকবে।
পূর্ব রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জসিডিহ এবং মধুপুর মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য এই সাময়িক নিয়ন্ত্রণ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত