শ্রীনগরের বিএসএফ ব্যাটালিয়নের সদর দফতর থেকে নিখোঁজ জওয়ান
শ্রীনগর, ১ আগস্ট (হি.স.) : শ্রীনগরের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর থেকে একজন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) -র জওয়ান নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বিএসএফ জওয়ানের নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এক আ
শ্রীনগরের বিএসএফ ব্যাটালিয়নের সদর দফতর থেকে নিখোঁজ জওয়ান


শ্রীনগর, ১ আগস্ট (হি.স.) : শ্রীনগরের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর থেকে একজন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) -র জওয়ান নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বিএসএফ জওয়ানের নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে।

এক আধিকারিক জানিয়েছেন, বিএসএফের ৬০ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ান পান্থাচকের সদর দফতর ক্যাম্পে জেনারেল ডিউটিতে কর্মরত ছিলেন। আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

উত্তর প্রদেশের শিখেরা গ্রামে বাড়ি ওই জওয়ান সুগম চৌধুরীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএসএফের তরফে পান্থাচক থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। পান্থাচক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, শ্রীনগর রেল স্টেশনে জওয়ানের খোঁজে চলছে তল্লাশি। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। জম্মু-কাশ্মীরের সব থানায় জওয়ানের ছবি পাঠানো হয়েছে। তাঁর খোঁজ চলছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande