শ্রীভূমি জেলায় ৯০ দিনের মধ্যস্থতা অভিযানের সুবিধা নিতে জেলা আইন সেবা কর্তৃপক্ষের আহ্বান
শ্রীভূমি (অসম), ১১ আগস্ট (হি.স.) : শ্রীভূমি জেলায় ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলি ৯০ দিনের মধ্যস্থতা অভিযানের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন, এতে বৈবাহিক বিরো
শ্রীভূমি জেলায় ৯০ দিনের মধ্যস্থতা অভিযানের সুবিধা নিতে জেলা আইন সেবা কর্তৃপক্ষের আহ্বান


শ্রীভূমি (অসম), ১১ আগস্ট (হি.স.) : শ্রীভূমি জেলায় ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলি ৯০ দিনের মধ্যস্থতা অভিযানের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন, এতে বৈবাহিক বিরোধ-মামলা, পারিবারিক সহিংসতাজনিত মামলা, চেক বাউন্স মামলা, ফৌজদারি মামলা, দুর্ঘটনার দাবির মামলা ও অন্যান্য উপযুক্ত বিভিন্ন মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।

জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে মামলা নিষ্পত্তির এই সুবিধা গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মামলাগুলি ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করার প্রয়াস করা হবে বলে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande