বিশালগড় (ত্রিপুরা), ১১ আগস্ট (হি.স.) : গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সোমবার বিশালগড় নতুন টাউনহলে বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় বিশেষ সাফল্যের জন্য কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী প্রকৃত শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞান অর্জনকারী ছাত্রছাত্রীরাই আগামীদিনে দেশ ও আমাদের রাজ্যের উন্নতি ও প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেশ ও সমাজের কথাও চিন্তা করতে হবে। তাদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য পড়াশুনা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, সামাজিক বিভিন্ন কর্মযজ্ঞে সামিল হতে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নবাদল বণিক, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী, পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das