বুচি বাবু ট্রফি ২০২৫ এর সূচি
তামিলনাড়ু, ১৩ আগস্ট (হি.স.): তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক ১৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া বুচি বাবু ইনভিটেশনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজিত হবে। তামিলনাড়ুর ক্রিকেটের জনক হিসেবে বিবেচিত মোথাভারাপু ভেঙ্কট মহীপতি নাইডুর
বুচি বাবু ট্রফি ২০২৫: সম্পূর্ণ সময়সূচী, দল, গ্রুপ, ফর্ম্যাট


তামিলনাড়ু, ১৩ আগস্ট (হি.স.): তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক ১৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া বুচি বাবু ইনভিটেশনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজিত হবে।

তামিলনাড়ুর ক্রিকেটের জনক হিসেবে বিবেচিত মোথাভারাপু ভেঙ্কট মহীপতি নাইডুর নামে নামকরণ করা এই বুচি বাবু টুর্নামেন্টটি প্রথম ১৯০৯/১০ সালে অনুষ্ঠিত হয়েছিল। গত মরসুমে, ১২ বছর বিরতির পর এটি আবারও শুরু হয়।

এই মরশুমে, চৌদ্দটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। টিএনসিএ কর্তৃক নির্বাচিত দুটি দল - প্রেসিডেন্ট একাদশ এবং টিএনসিএ একাদশ অংশ নেবে । টুর্নামেন্টটি চেন্নাইয়ের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। বিজয়ী দল পাবে ৩ লক্ষ টাকা এবং রানার-আপ দল পাবে ২ লক্ষ টাকা।

বিন্যাস:

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে চারটি করে খেলবে। প্রতিটি দল তাদের গ্রুপের বাকি তিনটি দলের সাথে একবার খেলবে।

লিগ পর্বের খেলাগুলো তিন দিন ধরে অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের প্রথম ইনিংস ৯০ ওভারের হবে, এবং দ্বিতীয় ইনিংস ৪৫ ওভারের হবে।

নকআউট ম্যাচগুলো চার দিনের হবে, যার উভয় ইনিংসই ৯০ ওভারের হবে।

প্রতিটি গ্রুপের বিজয়ী সেমিফাইনালে উঠবে।

গ্রুপ বিন্যাস:

গ্রুপ এ: টিএনসিএ প্রেসিডেন্ট একাদশ, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র

গ্রুপ বি: রেলওয়ে, জম্মু ও কাশ্মীর, বরোদা, ওড়িশা

গ্রুপ সি: টিএনসিএ একাদশ, মুম্বই, হরিয়ানা, বাংলা

গ্রুপ ডি: হায়দরাবাদ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande