কলকাতা, ১৩ আগস্ট (হি. স.) : রেড রোডে যান চলাচলে বিধি নিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। বুধবার কলকাতা পুলিশের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রেড রোডে ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মূল অনুষ্ঠানের জন্য পুরোদমেই মহড়া চলবে। পরদিন ১৫ আগস্ট, শুক্রবার সেখানে মূল অনুষ্ঠানের আয়োজন। কাজেই ওই দু'দিন যান নিয়ন্ত্রণ করা হবে। এই কারণেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এদিন এই নির্দেশিকা জারি করেছেন।
বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই এদিন মঞ্চ গড়ে তোলার কাজ চলছে জোরকদমেই। নিরাপত্তায় বসেছে ওয়াচ টাওয়ার। সাজ সাজ রব রেড রোডে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত