ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলঙে তিরঙ্গা যাত্রা
হাফলং (অসম), ১৩ আগস্ট (হি.স.) : হর ঘর তিরঙ্গা কর্মসূচির অধীনে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলঙে অনুষ্ঠিত হয়েছে তিরঙ্গা যাত্রা। আজ বুধবার প্ৰবল বৃষ্টি উপেক্ষা করে তিরঙ্গা যাত্রায় শামিল হয়েছিলেন সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছা
ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলঙে তিরঙ্গা যাত্রা


হাফলং (অসম), ১৩ আগস্ট (হি.স.) : হর ঘর তিরঙ্গা কর্মসূচির অধীনে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলঙে অনুষ্ঠিত হয়েছে তিরঙ্গা যাত্রা। আজ বুধবার প্ৰবল বৃষ্টি উপেক্ষা করে তিরঙ্গা যাত্রায় শামিল হয়েছিলেন সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী।

আজ বেলা ১১টায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সচিবালয়ের প্ৰাঙ্গণ থেকে হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক সংগীত গাইতে গাইতে তিরঙ্গা যাত্রার শোভাযাত্রায় পা মিলিয়েছেন সবাই। সবুজ পতাকা দেখিয়ে যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা। তিরঙ্গা যাত্রায় পা মিলিয়েছেন মন্ত্রী নন্দিতা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন, বিজেপির জেলা সভাপতি ধৃতি থাওসেন, ডিমা হাসাওয়ের জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার সহ সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডার, স্কাউট অ্যান্ড গাইড এবং পুলিশ বাহিনী।

তিরঙ্গা যাত্রা সূচনালগ্নে জেলা কমিশনার নাগাতে বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সরকারের নির্দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হচ্ছে। তিনি বলেন, ভারতবাসীদের মধ্যে দেশাত্মবোধ এবং যুব প্রজন্মের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানকারী বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে হর ঘর তিরঙ্গা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande