শুক্রবার ফুটবলার হাবিবের প্রয়াণ দিবস
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.) : সারা দেশ যখন স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা, ভারতীয় ফুটবলমহলে নেমে এসেছিল শোকের ছায়া। ১৫ আগস্ট ২০২৩ সালে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব, কলকাতা ময়দানে যিনি পরিচিত ছিলেন বড়ে মিঞা নামে। ১৯৬৫ থেকে ১৯৭৬-এর মধ
ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হাবিবের ১৫ আগস্ট মূত্যু দিন


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.) : সারা দেশ যখন স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা, ভারতীয় ফুটবলমহলে নেমে এসেছিল শোকের ছায়া। ১৫ আগস্ট ২০২৩ সালে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব, কলকাতা ময়দানে যিনি পরিচিত ছিলেন বড়ে মিঞা নামে।

১৯৬৫ থেকে ১৯৭৬-এর মধ্যে হাবিব ভারতের হয়ে বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।

সৈয়দ নইমুদ্দিনের নেতৃত্বে ১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭৭ সালে কসমস ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মোহনবাগানের হয়ে মাঠে নামেন হাবিব। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ দলে ছিলেন কিংবদন্তি পেলে। পেলে তার খেলা দেখে সে দিন প্রশংসা করেছিলেন।

হায়দরাবাদে জন্ম হলেও হাবিবের ফুটবলার জীবনের অনেকটা সময় কেটেছে কলকাতা ময়দানে।

১৯৬৬ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন হাবিব। খেলেছেন ১৯৬৯ সাল পর্যন্ত। তার পরে যোগ দেন মোহনবাগানে। বেশিরভাগ সময় ইস্টবেঙ্গলের হয়েই ফুটবল খেলেন তিনি। মাঠে নেমেছেন মহামেডানের হয়েও। ১৯৮৪ সালে মোহনবাগানের হয়ে খেলার পরেই অবসর নেন হাবিব।

খেলা ছাড়ার পরে কোচিংও করিয়েছেন তিনি। ছিলেন টাটা ফুটবল একাডেমির ডিরেক্টরও। লাল-হলুদ শিবিরের শতবার্ষিকী অনুষ্ঠানে তাকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande