মানকাচর (অসম), ১৩ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত কলাবাড়িতে মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করেছে প্রচুর গোলাবারুদ।
শালমারা-মানকাচরের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস এ খবর দিয়ে জানান, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে আজ (বুধবার) সন্ধ্যারাতে তাঁর নেতৃত্বে দক্ষিণ শালমারা থানার ওসি জেএস খুবুং সহ পুলিশের এক দল কলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী তালাশি চালিয়ে নির্জন এক গোপন স্থানে মাটি খুঁড়ে পলিথিনে মোড়া ৭.৬ এমএম এসএলআর-এর ১২ রাউন্ড বুলেট, পয়েন্ট (.) ৩০৩ রাইফেলের তিন রাউন্ড গুলি, তিন রাউন্ড ৫.৫৬ এমএম ইনসাস বুলেট, ৭.৬২ এমএম একে-৪৭ রাইফেলের সাত রাউন্ড বুলেট উদ্ধার করেছেন তাঁরা।
তিনি জানান, গোলাবারুদগুলি পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এগুলির উৎস এবং মজুতকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে প্রচুর গোলাবারুদ উদ্ধারকে সময়োপযোগী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস