মেলাঘর (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘরের কলমক্ষেতে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানালেন জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। বুধবার সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে গ্রানতলি গরুরবান্দ স্কুলে অনুষ্ঠিত শান্তি বৈঠকে তিনি একথা বলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সোনামুড়া থানার গ্রানতলি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে ঘটে চাঞ্চল্যকর ডাকাতি। গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল ৮০ বছরের বৃদ্ধ শান্তি রঞ্জন দাসকে নির্মমভাবে খুন করে এবং তাঁর স্ত্রী নমিতা দাসকে এলোপাতারি আঘাত করে। ডাকাতরা ভেবেছিল তিনি মারা গেছেন। কিন্তু পরদিন সকালে জ্ঞান ফিরে পেয়ে নমিতা দাস প্রতিবেশীদের ঘটনাটি জানান। মুহূর্তেই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশের তৎপরতায় সেদিনই সোনামুড়া থানার ওসি তাপস দাস তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়।
বুধবারের শান্তি বৈঠকে উপস্থিত বক্তারা একমত হয়ে বলেন— অপরাধীর কোন জাত বা ধর্ম নেই। সে শুধুই অপরাধী, আর তার শাস্তি হওয়া উচিত। কাঁঠালিয়ামুড়ার ১৪৬ জন গ্রামবাসী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে জেলার পুলিশ সুপার ও মহকুমা শাসকের কাছে আবেদনপত্র জমা দেন।
শান্তি বৈঠকে পুলিশ সুপার ছাড়াও সোনামুড়ার এসডিপিও, মহকুমা শাসকসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের আশা, বৈঠকের পর এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় থাকবে এবং আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ