গলা ও পাকস্থলীতে ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি যুবক
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) : কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজ ঘরে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায় বুধবার সন্ধ্যারাতে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা
আত্মহত্যার চেষ্টা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) : কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজ ঘরে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায় বুধবার সন্ধ্যারাতে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যারাতে তেলিয়ামুড়া থানা এলাকার কালিটিলা গ্রামের বাসিন্দা রাকেশ মালাকার নিজ ঘরে ধারালো ব্লেইড দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর এই পদক্ষেপের কারণ হিসাবে রাকেশ জানিয়েছে, এলাকার লোকজন তাঁকে ড্রাগস সেবন করে বলে প্রায়শই বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যারাতে সে নিজ ঘরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ধারালো ব্লেইড দিয়ে নিজের গলা, পাকস্থলী এবং দুই হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করছেন বলে জানায় রাকেশ মালাকার।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande