ইমফল, ১৭ আগস্ট (হি.স.) : দ্বিচারিতার সীমা অতিক্ৰম করেছে কংগ্রেস। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি কংগ্রেসই প্রথম করেছিল। এখন তারা তাদের অবস্থান পরিবর্তন করে বলছে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করতে, বক্তব্য বিজেপি বিধায়ক তথা প্রাক্তন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী লেইশাংথেম সুশীন্দ্র মেইতেই।
আজ রবিবার খুরাই-এর বিধায়ক বিজেপি নেতা লেইশাংথেম সুশীন্দ্র মেইতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। নতুন করে নির্বাচনের মাধ্যমে রাজ্যে জনপ্রিয় সরকার গঠন করতে ইদানীং মণিপুর প্ৰদেশ কংগ্রেস বার-বার দাবি করছে প্রসঙ্গে প্রাক্তন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী লেইশাংথেম সুশীন্দ্র মেইতেই-র বক্তব্য জানতে চাইলে কংগ্রেসকে তুলোধোনা করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বীরেন সিঙের নেতৃত্বে আমরা আমাদের সরকার ভালোভাবই পরিচালিত করছিলাম। সরকার চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কংগ্রেস চায়নি সরকার থাকুক। শেষ পর্যন্ত আমাদের যেতে হয়েছে।’
তিনি বলেন, ‘প্রথমে কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়েছিল। সংসদে তাদের সাংসদও মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি করেননি। রাজ্যে পাঁচজন বিধায়ক নিয়ে তাঁরা যা করতে পারবে না, তা তাঁরা বলেই চলেছে। তবে এই পাঁচজনই এখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। এই পাঁচ বিধায়ককে মণিপুরের স্বার্থে কাজ করা উচিত ছিল।’
বিধায়ক এল সুশীন্দ্র মেইতেই বলেন, ‘আমাদের সরকার ভেঙে যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, তখন কংগ্রেস সভাপতি বলেছিলেন, ডাবল ইঞ্জিন সরকারের একটি ইঞ্জিন ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’
সুশীন্দ্র আরও বলেন, ‘রাষ্ট্রপতি শাসন অব্যাহত থাকবে। কারণ অনেকেই আছেন যাঁরা রাষ্ট্রপতি শাসনের পক্ষে এবং দাবি করেন, তা জারি থাকুক। বাইরে এই সব মানুষ রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে কথা বলে, অথচ অন্দরে তাঁরা এর পক্ষে। তাই আমার বিশ্বাস, বিদ্যমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন বহাল থাকার সম্ভাবনা প্রবল। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, কী নোংরা রাজনৈতিক নাটক চলছে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস