হোজাইয়ে পুলিশি অভিযানে জাল নোট সহ গ্ৰেফতার আবুল
হোজাই (অসম), ১৭ আগস্ট (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত যমুনা মৌদাংগা কৃষি উদ্যোগ নিগমে আজ রবিবার ভোরে জাল নোটের বিরুদ্ধে অভিযান চালায় মোরাঝাড় পুলিশ। অভিযান চালিয়ে ১১টি ৫০০ টাকার জাল নোটের বান্ডিল সহ এক পাচারকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃত জাল নোটের ক
প্রতিনিধিত্বমূলক ছবি


হোজাই (অসম), ১৭ আগস্ট (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত যমুনা মৌদাংগা কৃষি উদ্যোগ নিগমে আজ রবিবার ভোরে জাল নোটের বিরুদ্ধে অভিযান চালায় মোরাঝাড় পুলিশ। অভিযান চালিয়ে ১১টি ৫০০ টাকার জাল নোটের বান্ডিল সহ এক পাচারকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃত জাল নোটের কারবারিকে আবুল কাশেম বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশের জনৈক আধিকারিক এ খবর দিয়ে জানান, ধৃত আবুল কাশেমের হেফাজত থেকে মোট ৫.৫০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করার পাশাপশি নোট ছাপাতে ব্যবহৃত বহু সাদা কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande