মুম্বই, ৩১ আগস্ট (হি.স.) : রবিবার দুপুরে মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে ঘটে এক বড়সড় দুর্ঘটনা। ভিভালভেদে ফ্লাইওভারের কাছে একটি যাত্রিবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় আহত হন কমপক্ষে আটজন যাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে , গুজরাটের দিক থেকে আসা বাসটির সামনে হঠাৎ একটি গাড়ি আসে। সামনের গাড়ির গতি হঠাৎ কমে যাওয়ার কারণে বাস চালক বাসটির নিয়ন্ত্রণ হারায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য