২ লক্ষ ২৮ হাজার গাঁজা গাছ ধ্বংস করল সোনামুড়া থানার পুলিশ
বক্সনগর (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার সিপাহীজলা জেলার সোনামুড়া থানার উদ্যোগে গাঁজা বাগান ধ্বংসের অভিযান চালানো হয়। সকাল থেকে শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা দীর্ঘ এই অভিযানে কেঁপে ওঠে সোনামুড়া মহকুমার বিভিন্ন
গাঁজা বাগিচা ধ্বংস


বক্সনগর (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার সিপাহীজলা জেলার সোনামুড়া থানার উদ্যোগে গাঁজা বাগান ধ্বংসের অভিযান চালানো হয়। সকাল থেকে শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা দীর্ঘ এই অভিযানে কেঁপে ওঠে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা।

বিজয়নগর এডিসি ভিলেজ, মতিনগর গ্রাম পঞ্চায়েতের কাঁটামুড়া, বাতাদোলা ও বার্মাডুম এলাকায় একযোগে চলে এই অভিযান।অভিযানের ফলশ্রুতিতে মোট ১৯টি প্লটে থাকা প্রায় ২ লক্ষ ২৮ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। প্রশাসনের হিসাবে এর আনুমানিক কালোবাজারি মূল্য ২২ লক্ষ ৮০ হাজার টাকারও বেশি। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই অভিযানে একযোগে অংশগ্রহণ করে সোনামুড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ-এর এনসি নগর, মতিনগর, কলুবাড়ি ও বাতাদোলা বিওপি-এর জওয়ানরা। এছাড়া বক্সনগর ফরেস্ট বিভাগ, সোনামুড়া ফরেস্ট বিভাগ, নবম ব্যাটালিয়ন টিএসআর এবং সপ্তম ব্যাটালিয়ন টিএসআরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

এই সমন্বিত তৎপরতায় অভিযানের গতি আরও জোরদার হয়। অভিযান শেষে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, এই ধরনের অভিযান দফায় দফায় অব্যাহত থাকবে। যারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তাদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে— নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি ওসি আরও জানিয়েছেন, কারও বিরুদ্ধে প্রমাণ বা কোন সূত্র পাওয়া গেলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande