হায়দরাবাদ, ৩১ আগস্ট (হি.স.): রাজনৈতিক কেরিয়ারে নতুন ইনিংস মহম্মদ আজহারউদ্দিনের। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনীত করেছে কংগ্রেস। নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত আজহারউদ্দিন নিজেও। সোশাল মিডিয়ায় দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। উল্লেখ্য, রাজ্যপাল কোটায় বিধান পরিষদে মনোনীত হয়েছেন আজহারউদ্দিন।
রাজনৈতিক কেরিয়ারে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আজহারউদ্দিন রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপালকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামী দিনে রাজ্যের সেবায় সর্বান্তকরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ