সেপ্টেম্বরের শুরুতেই স্বস্তি, অনেকটাই সস্তা হয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডার
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): সামনেই উৎসবের মরশুম, তার আগে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল। ১ সেপ্টেম্বর, সোমবার থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫১.৫০ টাকা কমেছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। তবে, গৃহস্থের রান্নার গ্যাস
সেপ্টেম্বরের শুরুতেই স্বস্তি, অনেকটাই সস্তা হয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডার


কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): সামনেই উৎসবের মরশুম, তার আগে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল। ১ সেপ্টেম্বর, সোমবার থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫১.৫০ টাকা কমেছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও রদবদল হয়নি। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮২৯ টাকা।

কিন্তু, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমায় পুজোর আগে ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তি। সংশোধনের পর, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম হল ১,৫৮০ টাকা। কলকাতায় নয়া দাম হল ১,৬৮৪ টাকা। বিগত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে। এর আগে, তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমিয়েছিল। তার আগে পয়লা জুলাই ৫৮.৫০ টাকা কমিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande