সাইয়ারা এবার নেটফ্লিক্সের পর্দায়, উচ্ছসিত দর্শকরা
মুম্বই, ১১ সেপ্টেম্বর ( হি.স.): মোহিত সুরির পরিচালনায় ১৮ জুলাই মুক্তি পেয়েছিল সাইয়ারা। দিন পেরিয়েছে , তবে জনপ্রিয়তা ক্ষীণ হয়নি এতটুকু। তাই এবার সাইয়ারা মুক্তি পেতে চলেছে অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। এই
সইয়ারা এবার নেটফ্লিক্সের পর্দায় , উচ্ছসিত দর্শকরা


মুম্বই, ১১ সেপ্টেম্বর ( হি.স.): মোহিত সুরির পরিচালনায় ১৮ জুলাই মুক্তি পেয়েছিল সাইয়ারা। দিন পেরিয়েছে , তবে জনপ্রিয়তা ক্ষীণ হয়নি এতটুকু। তাই এবার সাইয়ারা মুক্তি পেতে চলেছে অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। এই ছবির হাত ধরে বলিউডে পা রেখেছে অহন পান্ডে এবং অনীত পাড্ডা। দর্শকরাও ছবিটি সাগ্রহেই উপভোগ করেছেন। এই প্রসঙ্গে নেটফ্লিক্সের পক্ষ থেকে সামাজিক মাধ্যমের এক পোস্টে ভাগ করে নেওয়া হয় সেই আনন্দ মুহূর্ত। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। প্রসঙ্গত , সারা বিশ্ব জুড়ে সাইয়ারা আয় করেছে ৫৬৯.৭৫ কোটি টাকা। শুধুমাত্র ভারত থেকেই আয় করেছে ৩২৯.২ কোটি টাকা। ছবিটির জন্য বাজেট ছিল ৪৫ কোটি টাকা। অহন - অনীতের রসায়ন মন ছুঁয়েছে দর্শকদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande