ইসলামাবাদ, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : পাকিস্তানে সেনা কনভয় লক্ষ্য করে পর পর গুলি তালিবানের । শনিবার এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জন জওয়ানের। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান(টিটিপি)।
শনিবার ভোর ৪টে নাগাদ ফকির সরাই এলাকা দিয়ে সেনার কনভয়টি যাচ্ছিল। সেই সময় কনভয় লক্ষ্য করে পর পর গুলি চালায় জঙ্গিরা। তারপরই রক্তে ভেসে যায় চারদিক। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জন জওয়ানের। তবে আহতের সংখ্যা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মারণ হামলা চালানোর পরই সেখান থেকে চম্পট দেয় জঙ্গিরা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় সেনা এবং পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি