ভুবনেশ্বর, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : সংযুক্ত আরব আমিরশাহীর প্রত্যাহারের পর, ২২টি দেশ এখন ভুবনেশ্বরে ২৮তম এশিয়ান টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে, যেখানে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী থাকবে বলে আশা করছে আয়োজকরা। ১১-১৫ অক্টোবর কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টটি প্রথমবারের মতো ওড়িশায় এশিয়ান-স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। ওড়িশা স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে স্বাগত জানাবে, যার মধ্যে ৪৫০ জন খেলোয়াড় এবং সহায়তা কর্মী এবং ৭০-৮০ জন এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের আধিকারিক থাকবেন।
১৬ বছর পর ভারতে এই চ্যাম্পিয়নশিপ ফিরে আসছে এবং উচ্চমানের প্রতিযোগিতার প্রতিশ্রুতি দেয়, যেখানে এশিয়া বিশ্ব পর্যায়ে এই খেলায় আধিপত্য বিস্তার করছে।হেভিওয়েট চীন, জাপান এবং কোরিয়া পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই ১০ সদস্যের দল খেলবে, তাদের সঙ্গে থাকবে বিশাল সংখ্যক সহায়তা দল, এই ইভেন্টটিকে লন্ডনে ২০২৬ সালের বিশ্ব দল চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। মধ্য, দক্ষিণ-পূর্ব এবং পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলির জন্য, ভুবনেশ্বর একটি অমূল্য সুযোগ উপস্থাপন করবে।
প্রতিটি বিভাগে ১২টি করে স্থান খোলা থাকায়, শীর্ষ তিনের বাইরের দলগুলি যোগ্যতা অর্জনের জন্য তীব্র লড়াই করবে। এশিয়ান টেবিল টেনিস এক্সিকিউটিভ বোর্ড ১৩ অক্টোবর ভুবনেশ্বরে চ্যাম্পিয়নশিপ চলাকালীন এশিয়ায় উন্নয়ন কর্মসূচি এবং খেলার রোডম্যাপ নিয়ে আলোচনা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি