লা লিগা: সোসিয়েদাদের মাঠে জিতল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ১০ জনের দল নিয়ে ২-১ গোলে জিতল রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শতভাগ জয়ের ধারা ধরে রাখল তারা। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল শাবি আলোন্সোর দল। আন্তর্জাত
লা লিগা: সোসিয়েদাদের মাঠে জিতল রিয়াল মাদ্রিদ


মাদ্রিদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ১০ জনের দল নিয়ে ২-১ গোলে জিতল রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শতভাগ জয়ের ধারা ধরে রাখল তারা। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল শাবি আলোন্সোর দল।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে নামা রিয়াল মাদ্রিদের এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা এমবাপে করেন প্রথম গোল। আসরে চার ম্যাচে এমবাপের গোল হলো চারটি। পরের গোলটি করেন আর্দা গিলেরের। সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল।

তবে ৩২ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল।সেন্টার-ব্যাক হাউসেন লাল কার্ড দেখেন। এরপর থেকে ম্যাচে ১০ জনে খেলতে হয় রিয়ালকে। রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে আট ম্যাচে দুটি লাল কার্ড দেখলেন হাউসেন।

ম্যাচে প্রায় ৬৪ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য মোট ২৩টি শট নেয় সোসিয়েদাদ, লক্ষ্যে ছিল মাত্র চারটি। আর রিয়াল মাদ্রিদের ১৬ শটের ছটি লক্ষ্যে ছিল।

চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে সোসিয়েদাদ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande