দুবাইয়ে রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : দুবাইয়ে রবিবার মুখোমুখি হবে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। অতীতের পারফরম্যান্স কিন্তু ভারতের পক্ষেই কথা বলছে। এখনও পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি তিন লড়াইয়ে ভারতের জয় দুটি, পাকিস্তানের একটি। তারক
এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচ, পাক অধিনায়ক ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী


কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : দুবাইয়ে রবিবার মুখোমুখি হবে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান।

অতীতের পারফরম্যান্স কিন্তু ভারতের

পক্ষেই কথা বলছে। এখনও পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি তিন লড়াইয়ে ভারতের জয় দুটি, পাকিস্তানের একটি। তারকায় ঠাসা ভারতীয় দল শক্তির বিচারে এগিয়ে আছে এবারও। তবে এশিয়া কাপের আগে শারজাহতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ভরসা রাখছে নিজেদের সামর্থ্যে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande