কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারত। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সিরিজ, বলছেন হরমনপ্রীত কৌর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মহিলা ক্রিকেটের সবচেয়ে বড় আসর, বিশেষ করে বিশ্বকাপের আগে একটি চমৎকার সুযোগ হিসেবে দেখছেন হরমনপ্রীত কৌর ।
আমরা খুশি যে আমরা সেরা দলের একটির বিরুদ্ধে খেলছি, এবং এই ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ, শনিবার ভারতীয় অধিনায়ক বলেছেন। একই সাথে, আমরা সকলকে সুযোগ দেওয়ার কথা ভাবছি যাতে আমরা সবাই বিশ্বকাপের জন্য সতেজ থাকি।
ব্যক্তিগতভাবেও হরমনপ্রীতের জন্য এই খেলাটি বিশেষ। এটি তার ১৫০তম ওয়ানডে, এবং তার আগে মাত্র দুইজন ভারতীয় মহিলা এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন - একজন হলেন মিতালি রাজ এবং অন্যজন হলেন ঝুলন গোস্বামী। এই ম্যাচ তার নিজ রাজ্য পাঞ্জাবে হওয়ার জন্য খুশি।
সেই সঙ্গে তিনি খুশি যে ক্রান্তি গৌড় এবং প্রতীকা রাওয়ালের মতো তরুণরা ভারতের হয়ে ভালো খেলছে বলে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি বলেছেন, 'ঘুমন্ত জায়ান্ট'-এর বিরুদ্ধে সিরিজে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি আমার দেখা সবচেয়ে স্থিতিশীল ভারতীয় দল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি