গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্বের ইতিহাস ও সংস্কৃতি ভারতের ধারণার সঙ্গে অবিচ্ছেদ্য। অসমের গুয়াহাটিতে ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, উত্তর-পূর্বের ইতিহাস, সংস্কৃতি এবং ঐশ্বরিক আভা, ভারত মাতার সম্মান ও গর্বের জন্য জনগণের ত্যাগ, ভারতের ধারণা থেকে অবিচ্ছেদ্য। আমাদের উত্তর-পূর্ব হল দেশের জন্য নতুন আলো এবং নতুন আশার ভূমি। সর্বোপরি, দেশের প্রথম সূর্যোদয় এখানেই হয়। ভূপেন দা তাঁর গানের মাধ্যমে এই চেতনাকে কণ্ঠ দিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, যখন আমরা যোগাযোগের কথা বলি, তখন মানুষ প্রায়শই রেল, সড়ক বা বিমান যোগাযোগের কথা মনে করে।দেশের ঐক্যের জন্য আরেকটি সংযোগ প্রয়োজন, তা হল সাংস্কৃতিক সংযোগ। গত ১১ বছরে, দেশ উত্তর-পূর্বের উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক সংযোগের উপরও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এটি একটি প্রচারণা যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা