গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): ভূপেন দা ভারতের ঐক্য ও অখণ্ডতার একজন মহান সমর্থক ছিলেন। শনিবার অসমের গুয়াহাটিতে ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কয়েক দশক আগে, যখন উত্তর-পূর্বাঞ্চল অবহেলার সম্মুখীন হয়েছিল এবং যখন হিংসা ও বিচ্ছিন্নতাবাদের আগুনে পুড়ে গিয়েছিল, তখন ভূপেন দা ভারতের ঐক্যের জন্য তার আওয়াজ তুলেছিলেন। সেই কঠিন সময়েও, তিনি একটি সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলের স্বপ্ন দেখেছিলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ভূপেন হাজারিকা জি সারা জীবন সঙ্গীতের সেবা করেছেন। যখন সঙ্গীত সাধনায় পরিণত হয়, তখন তা আমাদের আত্মাকে স্পর্শ করে এবং যখন সঙ্গীত একটি সংকল্পে পরিণত হয়, তখন তা সমাজকে নতুন দিকনির্দেশনা দেওয়ার মাধ্যম হয়। এই কারণেই ভূপেন দা-এর সঙ্গীত এত বিশেষ ছিল। তিনি যে আদর্শ অনুসরণ করেছিলেন, যা-ই অনুভব করেছিলেন, তিনি তাঁর গানেও একই কথা গেয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা