আত্মসমর্পণ কিষেণজির স্ত্রী, ৪৩ বছর অধরা মাও নেত্রী, মাথার দাম ছিল ১ কোটি টাকা
জোগুলাম্বা (তেলঙ্গানা), ১৩ সেপ্টেম্বর, (হি.স.): আত্মসমর্পণ করেলেন মাওবাদী নেত্রী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কিষেণজির স্ত্রী পোথু কল্পনা ইলিয়াস সুজাথাক্কা ওরফে পথৌলা পদ্মাবতী। তিনি তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল এলাকার বাসিন্দা এবং বর্তমানে মাও
আত্মসমর্পণ কিষেণজির স্ত্রী


জোগুলাম্বা (তেলঙ্গানা), ১৩ সেপ্টেম্বর, (হি.স.): আত্মসমর্পণ করেলেন মাওবাদী নেত্রী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কিষেণজির স্ত্রী পোথু কল্পনা ইলিয়াস সুজাথাক্কা ওরফে পথৌলা পদ্মাবতী। তিনি তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল এলাকার বাসিন্দা এবং বর্তমানে মাওবাদী দলের কেন্দ্রীয় কমিটির একমাত্র মহিলা নেত্রী। তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি ৷

জানা গিয়েছে, ১৯৮২ সাল থেকে সুজাথাক্কাকে খুঁজছিল পুলিশ। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা! মাওবাদী নেতা কিষেণজি ২০১১ সালে পশ্চিমবঙ্গে এক সংঘর্ষে নিহত হন। তারপর থেকে কিষেণজির স্ত্রীকে হন্যে খোঁজা শুরু করে পুলিশ৷ বর্তমানে তিনি ছত্তিশগড় দক্ষিণ সাব-জোনাল ব্যুরোর ইনচার্জ৷ মোট ১০৬টি মামলার আসামী।

নিষিদ্ধ সংগঠনের কাজের জন্য তেলঙ্গানা, ছত্তিশগড় এবং ওড়িশায় তিনি ছিলেন তালিকায়। শনিবার তেলেঙ্গানা পুলিশের ডিজিপি-র উপস্থিতিতে আত্মসমর্পণ করেন পদ্মাবতী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande