দুবাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় বড় স্কোর করতে পারেনি লিটনরা। শেষ দিকে জাকের-শামীমের ব্যাটে ভর করে ১৩৯ রান করতে পারে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৩২ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে প্রথম ম্যাচে জয় পায় লঙ্কানরা।
জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানের মাথায় কুশল মোস্তাফিজের বলে মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কামিল মিশারাকে নিয়ে বড় জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। শেখ মেহেদীর বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির ধারে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে তাদের ৫২ বলে ৯৫ রানের জুটি। নিশাঙ্কার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫০ রান।
কামিল মিশারা ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। মাঝে অবশ্য কুশাল পেরেরা ও দাসুন শানাকার উইকেট হারায় লঙ্কানরা। ৯ বলে ৯ রান করে শেখ মেহেদীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন পেরেরা। ৩ বলে ১ রান শানাকা ফেরেন তানজিম সাকিবের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে। চারিথ আসালাঙ্কা অপরাজিত থাকেন ৪ বলে ১০ রানে। টাইগারদের হয়ে ২টি উইকেট নিয়েছেন শেখ মেহেদী। ১টি করে দল উইকেট শিকার করেছেন মোস্তাফিজ ও তানজিম সাকিব।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস উইকেটে টিকে থাকলেও বড় রান করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ২৬ বলে ২৮ রান। আর
৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন জাকের, সমান বল খেলে এক রান বেশি করেন শামীম।
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন কামিল মিশারা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি