কাঠমান্ডু, ১৪ সেপ্টেম্বর (হি.স.): হিংসার আতঙ্ক ভুলে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে নেপালে। আবারও পুরনো মেজাজে দেখা যাচ্ছে কাঠমান্ডু-সহ নেপালের বিভিন্ন প্রান্তে। রাস্তায় স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন, কাজে যাচ্ছেন নেপালের বাসিন্দারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে নেপালের নাগরিকদের।
রবিবার সকালে একেবারে স্বাভাবিকই ছিল নেপালের জনজীবন। স্বাভাবিক ছন্দেই চলাচল করেছে যানবাহন। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রেখে কাঠমান্ডুর এক বাসিন্দা বলেন, যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলিতে এখন নতুন মুখ। জেন জেড এবং সেই দলগুলিকে সঙ্গে নিয়ে গেলে আত্মবিশ্বাস তৈরি হবে, যা এই দেশকে রক্ষা করার জন্য উপযুক্ত। দলগুলো যদি সরকারের সঙ্গে যোগ না দেয়, তাহলে যাদের ওপর জনগণের আস্থা আছে তাদের মন্ত্রিসভায় নিয়ে নির্বাচনে যাওয়া উচিত। সেটা কার্যকর হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা