মাছ ধরার ছিপ নিয়ে বিবাদ, বসিরহাটে ভাগ্নের হাতে খুন মামা!
বসিরহাট, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মাছ ধরার ছিপ নিয়ে বিবাদের জেরে উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভাগ্নের হাতে খুন হলেন মামা! রবিবার রাতে ঘটনাটি ঘটে বসিরহাটের তেঘড়িয়া এলাকায়। মৃতের নাম তুফান মণ্ডল (৩০)। ঘটনায় পুলিশ অভিযুক্ত ভাগ্নে জিৎ মণ্ডলকে গ্রেফতার করেছ
মাছ ধরার ছিপ নিয়ে বিবাদ, বসিরহাটে ভাগ্নের হাতে খুন মামা!


বসিরহাট, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মাছ ধরার ছিপ নিয়ে বিবাদের জেরে উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভাগ্নের হাতে খুন হলেন মামা! রবিবার রাতে ঘটনাটি ঘটে বসিরহাটের তেঘড়িয়া এলাকায়। মৃতের নাম তুফান মণ্ডল (৩০)। ঘটনায় পুলিশ অভিযুক্ত ভাগ্নে জিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে ছিপ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে মামা তুফান ও ভাগ্নে জিৎ-র মধ্যে তুমুল বচসা হয়। সাময়িকভাবে সেই বিবাদে ইতি পড়লেও রাতে তা চরমে পৌঁছয়।

রাতে রাস্তা দিয়ে তুফান যখন বাড়ি ফিরছিলেন। সেই সময়ে তুফানকে তাঁর ভাগ্নে জিৎ রাতের অন্ধকারে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে। তারপর ইট দিয়ে তুফানের মাথায় পরপর আঘাত করে অভিযুক্ত ভাগ্নে। তারপরেই পালিয়ে যায় জিৎ। পথ চলতি মানুষ তুফানকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যদিও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিষয়টি পরিবারের বাকি সদস্যরা জেনে যায়। থানায় জিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande