নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সিনিয়র অফিসার নভজোত সিংয়ের (৫২)। গুরুতর জখম হন তাঁর স্ত্রী। একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে। ২৪ ঘণ্টা পর গ্রেফতার গাড়ির চালক গগনদীপ মক্কর। সোমবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মৃত নভজ্যোতের স্ত্রী সন্দীপ কৌর পুলিশে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সোমবার গগনদীপকে গ্রেফতার করেছে। গগনপ্রীতকে নিয়ে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন পুলিশের আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা